সর্বশেষ

খেলা

বাংলাদেশ ২০৭ রানে অলআউট, লক্ষ্য ২০৮ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা।

৪৯.৪ ওভার খেলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় তারা। ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন মাত্র ২০৮ রান।

শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের দ্বিতীয় ওভারেই রোমারিও শেফার্ডের বলের শিকার হন ওপেনার সাইফ হাসান। এলবিডব্লিউর সিদ্ধান্ত এতটাই পরিষ্কার ছিল যে রিভিউ নেওয়ার সাহসও পাননি তিনি। ব্যক্তিগত ৩ রানেই বিদায় নেন ডানহাতি এই ব্যাটার।

পরের ওভারেই আরও একটি ধাক্কা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সৌম্য সরকার মাত্র ৪ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাজঘরে। ফলে ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তবে তাদের জুটি ছিল অত্যন্ত ধীরগতির। ১২০ বল মোকাবিলা করে মাত্র ৭১ রান যোগ করেন এই দুজন। শান্ত ৬৩ বলে ৩২ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন খারে পিয়েরির বলে।

অন্যদিকে, হৃদয় কিছুটা ধৈর্যশীল ইনিংস খেললেও তার হাফসেঞ্চুরির জন্য লেগেছে ৮৭ বল। শেষ পর্যন্ত ৯০ বলে ৫১ রান করে ফিরে যান তিনি। তার ইনিংসে ছিল মাত্র তিনটি বাউন্ডারি।

পঞ্চম উইকেটে অঙ্কন মুখার্জি ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় রূপ নেয়নি। ৫৫ বলে আসে ৪৩ রানের জুটি। মিরাজ ২৭ বলে ১৭ রান করে বিদায় নেন। এরপর অভিষেক ম্যাচেই দায়িত্বশীল ব্যাটিং করা অঙ্কন হাঁটু গেড়ে বড় শট খেলতে গিয়ে হন বোল্ড। মাত্র ৪ রান মিস করে ৭৬ বলে ৪৬ রানে থামে তার ইনিংস।

নুরুল হাসান সোহান (৯), শরিফুল ইসলাম (১), রিশাদ হোসেন (২৬) এবং তানভীর ইসলাম (৯)-এর ছোট ছোট ইনিংসে বাংলাদেশের সংগ্রহ কোনোভাবে দুইশর কাছাকাছি পৌঁছায়।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডেন সিলস নেন সর্বোচ্চ ৩টি উইকেট। রস্টন চেজ ও জাস্টিন গ্রেভস ঝুলিতে ভরেন ২টি করে উইকেট।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন