শৈলকুপায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শৈলকুপা মহিলা কলেজ মাঠে আয়োজিত এ ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।
ফাজেলপুর স্টাইল স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দর্শকদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান কাঁকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম ঠান্ডু, সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব রমেশ দত্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, “সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৈলকুপাকে মাদকমুক্ত রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।”
স্থানীয় ক্রীড়ানুরাগী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জমজমাট ছিল পুরো মাঠ এলাকা। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
১১৩ বার পড়া হয়েছে