সর্বশেষ

জাতীয়

এইচএসসি ফলাফলে দুই দশকের রেকর্ড: পাসের হার সর্বনিম্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায়।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর গড় পাসের হার নেমে এসেছে মাত্র ৫৮ দশমিক ৮৩ শতাংশে, যা ২০০৫ সালের পর সর্বনিম্ন।

গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। তুলনামূলকভাবে এবার প্রায় ১৯ শতাংশ পাসের হার কমেছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও নেমে এসেছে ৬৩ হাজার ২১৯ জনে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৮ হাজার কম।

শিক্ষাবিদদের মত: ‘বাস্তবচিত্র প্রতিফলিত’
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, “অতীতে নম্বর বাড়িয়ে দেওয়ার প্রবণতা ছিল। এবার সেই প্রথা থেকে বেরিয়ে এসে আমরা ন্যায্য ও বাস্তবভিত্তিক মূল্যায়নের চেষ্টা করেছি।” ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরও একে “বাস্তবচিত্র” হিসেবে উল্লেখ করেন।

বোর্ডভিত্তিক ফলাফল
১১টি বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো করেছে ঢাকা শিক্ষা বোর্ড – পাসের হার ৬৪.৬২ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম পাস করেছে কুমিল্লা বোর্ডে – মাত্র ৪৮.৮৬ শতাংশ। অন্যান্য বোর্ডের মধ্যে চট্টগ্রাম, সিলেট, যশোর ও ময়মনসিংহেও পাসের হার ৫৫ শতাংশের নিচে।

বিষয়ভিত্তিক ফল বিশ্লেষণ

এ বছর সবচেয়ে বেশি ফেল হয়েছে হিসাববিজ্ঞান (৪১.৪৬%), ইংরেজি (৩৮.৮%) এবং আইসিটি (২৭.২৮%) বিষয়ে। বোর্ড কর্মকর্তারা বলছেন, ইংরেজিতে ফেলের হার অনেক বেশি – যশোর বোর্ডে এটি ৪৫ শতাংশের বেশি।

করোনার প্রভাব ও মূল্যায়ন ব্যবস্থার পরিবর্তন
করোনার সময়ে শিক্ষার্থীরা ‘বিশেষ প্রক্রিয়ায়’ উত্তীর্ণ হওয়ায় পড়াশোনায় আগ্রহ কমে যায়। এবার কঠোর মূল্যায়ন, সহানুভূতির নম্বর বাতিল, কেন্দ্রীয় বাণিজ্য বন্ধ এবং নতুন পাঠ্যক্রমের মূল্যায়ন পদ্ধতির কারণে শিক্ষার্থীরা প্রস্তুতি ঘাটতির মুখে পড়ে।

পাস করেনি ২০২টি প্রতিষ্ঠান
এবার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি, যা গত বছরের তুলনায় ১৩৭টি বেশি। একইভাবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমে এসেছে – গত বছর ছিল ১,৩৮৮টি, এবার মাত্র ৩৪৫টি।

মেয়েরা এগিয়ে
এ বছর মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফল করেছে। প্রায় ৬০ হাজার বেশি মেয়ে পাস করেছে এবং ৪,৯৯১ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।

ক্যাডেট কলেজের ঈর্ষণীয় সাফল্য
সশস্ত্র বাহিনী পরিচালিত ১২টি ক্যাডেট কলেজের মধ্যে ৫৮৭ জনই জিপিএ-৫ পেয়েছেন ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে। পাসের হার এবং জিপিএ-৫ এর হার – ৯৯.৬৬ শতাংশ।



এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের মাঝে উদ্বেগ দেখা দিলেও অনেকে বলছেন, ‘সত্যিকার মান বিচারের সূচনা হয়েছে এবার।’ তবে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রস্তুতি বৃদ্ধিতে একাধিক খাতে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন