আজ থেকে শুরু এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৬:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে এইচসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইন আবেদন।
আগামী ২৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে ফি পরিশোধের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতি বিষয় ভিত্তিক ১৫০ টাকা ফি দিতে হবে। ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট ও টেলিটক মোবাইল সিম ব্যবহার করা যাবে।
আবেদনকারীকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। ফি পরিশোধের পর আবেদন জমা দিতে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। প্রয়োজনে ফি দেওয়ার আগে ‘মুছে ফেলুন’ অপশনের মাধ্যমে আবেদন সংশোধন করা যাবে, তবে ফি পরিশোধের পর কোনো ধরনের আবেদন বাতিল বা সংশোধন ও ফি ফেরত পাওয়া যাবে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় শোকাবহ অবস্থার সৃষ্টি হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার মাত্র ৫৮.৮৩ শতাংশ, যা গত ২০ বছরে সর্বনিম্ন রেকর্ড। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় ৭ হাজার কম।
১১৬ বার পড়া হয়েছে