সর্বশেষ

রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষর করছে না এনসিপি : নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই আন্দোলনের অন্যতম মুখ্য শক্তি হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদে কোনো ছাড় নয়। আমাদের অবস্থান স্পষ্ট—আইনি ভিত্তি ও জনস্বার্থ বিবেচনা না করে কোনো ধরনের নাটকীয়তায় এনসিপি অংশ নেবে না।’

তিনি আরও জানান, এনসিপি বিশ্বাস করে—জাতীয় স্বার্থে গঠিত যেকোনো সনদ বা চুক্তি হতে হবে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত। অন্যথায় সেটি জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হবে।

এর আগে, বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘যদি জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা জাতির কাছে পরিষ্কার না হয়, তাহলে স্বাক্ষরের মাধ্যমে আমরা যে অর্জনের কথা বলছি, তা ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ে যেতে পারে। এ কারণেই স্বাক্ষর করা না করার বিষয়টি আমরা এখনো মূল্যায়নের পর্যায়ে রেখেছি।’

এনসিপির এমন অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা আন্দোলনের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন