২০২ কলেজের সবাই ফেল, মোট সংখ্যা ৫ লাখেরও বেশি

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশের ২০২টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
গত বছর এ সংখ্যা ছিল ৬৫টি। ফলে এক বছরে শূন্য পাস করা কলেজের সংখ্যা বেড়েছে ১৩৭টি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
চলতি বছরের এইচএসসি, আলিম ও কারিগরি শিক্ষার পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, শেষ হয় ১৯ আগস্ট। পরবর্তীতে কয়েকটি স্থগিত পরীক্ষা গ্রহণের পর নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ফলে ফল প্রকাশিত হয়েছে প্রায় ১২ লাখ ২৪ হাজার শিক্ষার্থীর।
ফলাফলে দেখা গেছে, এবার ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী ফেল করেছেন, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ।
১১৮ বার পড়া হয়েছে