রাকসু নির্বাচনে চলছে ভোটগ্রহণ, আরও জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৩:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৭টি ভোটকেন্দ্রে স্থাপিত ৯৯০টি বুথে ২৮ হাজার ৯০১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন ২১২ জন শিক্ষক ও ৯১ জন পোলিং কর্মকর্তা। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে দুই হাজার পুলিশ, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব। এছাড়া স্থাপন করা হয়েছে ১০০টি সিসিটিভি ক্যামেরা। প্রতিটি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ও ওএমআরযুক্ত ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।
বিকেল ৫টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফলাফল গণনা শুরু হবে।
এবারের নির্বাচনে রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে লড়ছেন ৩০৫ জন প্রার্থী, সিনেট প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী। ভোটারদের মধ্যে ৩৯.১০% নারী ও ৬০.৯০% পুরুষ।
ভিপি পদে ছাত্রশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ ও ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবীরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বামপন্থী ফুয়াদ রাতুল ও ছাত্র অধিকার প্যানেলের মেহেদী মারুফও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। জিএস ও এজিএস পদেও রয়েছে তীব্র প্রতিযোগিতা।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। নির্বাচনী প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।
১১০ বার পড়া হয়েছে