সর্বশেষ

আন্তর্জাতিক

আরও ৪ ইসরায়েলি মরদেহ হস্তান্তরের প্রস্তুতি, চাপ বাড়াচ্ছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বুধবার আরও চারজন ইসরায়েলি বন্দির মরদেহ মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছে।

এর আগে সংগঠনটি আটজন ইসরায়েলির মরদেহ ফেরত দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তবে এখনো গাজার ভেতরে অন্তত ২০ জন ইসরায়েলি বন্দির মরদেহ রয়েছে বলে জানা গেছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে মরদেহ শনাক্ত ও উদ্ধারে মারাত্মক বাধার সম্মুখীন হতে হচ্ছে।

এদিকে, মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে বিলম্ব হলে গাজায় প্রবেশকারী ত্রাণ ট্রাকের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার হুমকি দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং দেরিতে খোলার সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।

এর আগে, গত সোমবার হামাস গাজায় আটক থাকা ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। এর জবাবে ইসরায়েল কর্তৃপক্ষও ১ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে ছেড়ে দেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

ইউনিসেফের প্রতিবেদন অনুসারে, এই সংঘাতে অন্তত ২০ হাজার শিশু নিহত হয়েছে এবং ৪২ হাজারের বেশি শিশু আহত হয়েছে, যাদের মধ্যে প্রায় ২১ হাজার শিশু চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন