মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, “মিরপুর শিয়ালবাড়ির দুটি স্থানে আগুন লাগে। একটি সাততলা তৈরি পোশাক কারখানার চার তলায় আগুন ছড়িয়ে পড়ে, যা আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। তবে পাশে থাকা কসমিক ফার্মা নামের একটি রাসায়নিক গুদামে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেখানে কাজ চলছে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের খবরও এখনো পাওয়া যায়নি।
১১৪ বার পড়া হয়েছে