সর্বশেষ

জাতীয়

‘মার্চ টু সচিবালয়’-এর ডাক এমপিওভুক্ত শিক্ষকদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি হিসেবে ‘মার্চ টু সচিবালয়’-এর ঘোষণা দিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত নেতারা।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, “আজ রাতের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন বা ঘোষণা না আসে, তবে আমাদের চলমান লং মার্চ ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।”

এর আগে, একই দাবিতে আজ সোমবার থেকেই সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। এছাড়া রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলছে, যেখানে শিক্ষকরা তাদের ওপর হামলার প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান করছেন।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, যতক্ষণ না তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চলবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন