মৌসুমি বায়ুর বিদায়ের পথে, শুরু শীতের আগমন

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নেওয়ার পথে রয়েছে।
অক্টোবরের প্রথমার্ধেই মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ ছাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, ভোরের শিশির আর কুয়াশায় ঢাকা পথঘাট ইতোমধ্যেই শীতের বার্তা দিচ্ছে। দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে পঞ্চগড় জেলায় এখন থেকেই অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ।
আবহাওয়া অফিসের প্রকাশিত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দু-একটি মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
তবে একই সময় বৃষ্টিপাতের প্রবণতাও কিছুটা বেশি থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পরও অক্টোবরজুড়ে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। যদিও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
১০৭ বার পড়া হয়েছে