ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে ডুবে শিশুর মৃত্যু

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণের সময় আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আয়মান সদর উপজেলার নারগুন গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি শুক্রবার ও শনিবার উপজেলা পরিষদের পুকুরে শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়। শনিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালে আয়মান পানিতে ডুবে যায়।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের একটি দল এসে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক আয়মানকে মৃত ঘোষণা করেন।
শিশুটির পরিবারের দাবি, আয়োজকদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আয়মানের এক আত্মীয় মাশহুর রহমান বলেন, "আমরা তাকে সাঁতার শিখতে পাঠিয়েছিলাম, মরদেহ নিতে নয়। আয়োজকদের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর দায় তাদের নিতে হবে।"
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। এ ধরনের মৃত্যু কখনই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে