ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে পুলিশের তাল গাছ রোপণ

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ঝিনাইদহে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ কার্যক্রম শুরু করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বোরায় মাঠ সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাইওয়ে পুলিশের আরাপপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে শুরু করে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের পাশে মোট ২০০টি তালগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “বজ্রপাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি—এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে এ বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে করে একদিকে যেমন বজ্রপাতজনিত দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে, তেমনি সড়কজুড়ে গড়ে উঠবে সবুজ বেষ্টনী।”
ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস আরও বলেন, এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক হবে বলে তিনি আশাবাদী।
বৃক্ষরোপণ কার্যক্রমে হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার এসআই ইয়াছির আরাফাত, সার্জেন্ট হোসাইন আহম্মেদ তুর্য, এএসআই রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে