সর্বশেষ

জাতীয়খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়া হতে পারে
জাতীয় সংসদ নির্বাচন: আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি
অন্তর্বর্তী সরকার ইস্যু: হাইকোর্টের আদেশ বহাল রাখল আপিল বিভাগ
ইন্টারনেট বন্ধ ও গণহত্যা: ফরমাল চার্জ গ্রহণ, জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বাম জোটের মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জে আহত কয়েকজন
ভোরে কেঁপে উঠল রাজধানী, অল্পমাত্রার ভূমিকম্পে আতঙ্ক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল টিমের পর্যবেক্ষণ অব্যাহত, শুক্রবার সারাদেশে প্রার্থনার আহ্বান সরকারের
দেশজুড়ে শীতের দাপট বাড়ছে, উত্তরে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে : আবহাওয়া অফিস
সারাদেশপাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সোনাপুরে বিআরটিসি ডিপোতে আগুন: দুই বাস পুড়ে ছাই
চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
আন্তর্জাতিকপুতিনের ভারত সফরের আগেই গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন
গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত
খেলারায়পুরে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরে সিরিজে সমতা করেছে ভারত
সারাদেশ

তিস্তা নদীর পানি বৃদ্ধি: রংপুর অঞ্চলে বন্যা, হাজারো পরিবার পানিবন্দি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিস্তা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি এবং উজানের ঢলের কারণে রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ায় এসব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে রোপা আমন, সবজি এবং মাসকলাইয়ের ক্ষেত।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার সকাল থেকে তিস্তার পানি কিছুটা কমলেও তা এখনও বিপৎসীমার ওপরে রয়েছে। তবে আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

 

রবিবার রাতে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার (৫২.১৫ সেন্টিমিটার) ৩৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। এতে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া এবং লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। সোমবার সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচে নেমে আসে।

পাউবো আগাম সতর্কতা দিয়ে জনসাধারণকে নিরাপদে আশ্রয় নিতে বললেও ততক্ষণে অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। গঙ্গাচড়ার সাতটি ইউনিয়নে অন্তত চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে গবাদি পশু ও আসবাবসহ নিরাপদ স্থানে সরে গেছেন।

নোহালী ইউনিয়নে ৮০০ পরিবার পানিবন্দি হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী।
লক্ষ্মীটারী ইউনিয়নে ১২০০ পরিবারের একই অবস্থা বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ১২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার সকাল থেকে রংপুরে শুরু হওয়া টানা বৃষ্টি ও আকস্মিক ঝড়ে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে প্রায় ৭০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের ঘর ও আধাপাকা বাড়ি ভেঙে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। স্কুলের শিক্ষার্থীরা খোলা জায়গায় বই-খাতা শুকাতে দেখা গেছে।

প্রশাসন থেকে জানানো হয়, দুর্গতদের জন্য ৮ টন চাল ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লালমনিরহাটে প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, প্রয়োজনীয় ত্রাণ ও শুকনো খাবার মজুত রাখা হয়েছে।

পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের অন্তত ১০টি এলাকা প্লাবিত হয়েছে। প্রবল পানির তোড়ে ৭ কিলোমিটার আঞ্চলিক সড়ক, একটি সেতু ও দুটি কালভার্ট ভেঙে গেছে। প্রায় ১০ হেক্টর আমন ও বাদামের ক্ষেত তলিয়ে গেছে।

কুড়িগ্রামের চিলমারী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীতে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদে হাজার হাজার গাছের গুঁড়ি ভেসে আসছে। ধারণা করা হচ্ছে, ভুটানের কালজানি ও ভারতের হাসিমারা বনাঞ্চল থেকে এসব গাছ ভেসে এসেছে। নাগেশ্বরীতে গাছ তুলতে গিয়ে পানিতে পড়ে মনছুর আলী (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে টানা বৃষ্টিতে আগাম আমন ধান, আলু ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ জানান, কিছু এলাকায় জলাবদ্ধতায় পাকা ধান নষ্ট হচ্ছে, আলুর বীজ পচে যাচ্ছে।

সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল ও ভারতের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি কমলেও ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মার পানি সামান্য বাড়তে পারে, তবে তা বিপৎসীমার নিচেই থাকবে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন