বুধবার থেকে ব্যাংক ও পুঁজিবাজারে টানা চারদিনের ছুটি

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা বুধবার (১ অক্টোবর) থেকে টানা চারদিনের ছুটি পাচ্ছেন।
দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির সংযোগে এই ছুটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা নিয়মিত সাপ্তাহিক ছুটি হিসেবে যুক্ত হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা চারদিনের অবকাশ।
তবে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার কর্মদিবস হওয়ায় সেখানে কর্মীরা একদিন কম ছুটি পেতে পারেন।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানেও দীর্ঘ ছুটি
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিনের ছুটিতে থাকবে। এর সঙ্গে শুরুতে দুদিন সাপ্তাহিক ছুটি পড়ায় টানা ছুটি দাঁড়াবে ১১ দিনে।
এদিকে, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১০ দিনের পূজা ছুটি এবং সাপ্তাহিক দুই দিন মিলিয়ে মোট ১২ দিনের বন্ধে যাবে।
অন্যদিকে, আলিয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে মাত্র ১ ও ২ অক্টোবর— এই দুই দিন ছুটি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
ছুটির ইতিহাস ও পটভূমি
পূর্ববর্তী সরকারের সময় ঈদে তিনদিন এবং দুর্গাপূজায় একদিন ছুটি নির্ধারিত থাকলেও, কখনো কখনো নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দেওয়া হতো।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ছুটির নিয়মে কিছু পরিবর্তন আনে। তারা গত বছর দুর্গাপূজায় সাধারণ ছুটির পাশাপাশি একদিনের নির্বাহী ছুটিও ঘোষণা করেছিল, যার ধারাবাহিকতায় এবারও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
২০২৫ সালের জন্য অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, এ বছর ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় মোট ২ দিন সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।
১১২ বার পড়া হয়েছে