সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
অর্থনীতি

নভেম্বর থেকে টিসিবির পণ্যে যুক্ত হবে নতুন ৫ পণ্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের তালিকায় নতুন করে পাঁচটি ভোগ্যপণ্য যুক্ত হচ্ছে।

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে এই পণ্যগুলো দেওয়া হবে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাধ্যমে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত "টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ" বিষয়ক এক সভায় এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান (বাথ ও লন্ড্রি) টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে। এই নতুন পণ্যগুলো বাজারে চাহিদা মেটাতে এবং মূল্যস্ফীতি মোকাবিলায় ভূমিকা রাখবে।”

৬০ লাখের বেশি সক্রিয় কার্ড
সভায় জানানো হয়, টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। বর্তমানে ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় রয়েছে। আর ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড সক্রিয় হওয়ার অপেক্ষায় রয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমার প্রত্যাশা, প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছেই যেন এই কার্ড পৌঁছায়। এজন্য উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দ্রুত অগ্রগতি প্রয়োজন।”

সঠিক উপকারভোগী চিহ্নিত করাই চ্যালেঞ্জ
সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং আশপাশের জেলার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “সঠিক উপকারভোগী শনাক্ত করাই এখন মূল সমস্যা। বিশেষ করে সিটি করপোরেশনের কার্যক্রমে কিছুটা ধীরগতি রয়েছে। তবে যেহেতু সমস্যা চিহ্নিত হয়েছে, দ্রুত সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, “পরবর্তী এক মাসের মধ্যে সারা দেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি আনতে হবে।”

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন