এশিয়া কাপের উত্তেজনা ছড়ালো মাঠ ছাড়িয়ে কূটনীতির মঞ্চেও

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চরম উত্তেজনা ও নাটকীয়তায় ভরা এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত।
তবে খেলার মাঠে পাওয়া জয়ের রেশ থেমে থাকেনি সেখানেই—এর প্রভাব ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ম্যাচশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ শুভেচ্ছা বার্তায় ভারতের এই জয়কে তুলনা করেন ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে—পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানের এক প্রতীকী রূপ। মোদি লেখেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’
মোদির এই মন্তব্যকে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ ও উসকানিমূলক হিসেবে দেখছেন অনেকেই। কিছুক্ষণের মধ্যেই এই বার্তার কড়া প্রতিক্রিয়া জানান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি মোদির পোস্ট রিটুইট করে লেখেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।’
এশিয়া কাপ ফাইনালের বাইরেও ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক ইতিহাস এই উত্তপ্ত বাক্য বিনিময়ের পেছনে ভূমিকা রেখেছে। গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অভিযান চালায় ভারত। এতে দুই দেশের মধ্যে চার দিনব্যাপী সামরিক উত্তেজনা সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থামে। উভয় পক্ষই নিজেদের সেই সংঘাতে বিজয়ী দাবি করে আসছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ও সামরিক উত্তেজনার এই পটভূমিতে খেলার মাঠে জয়-পরাজয় এখন শুধু ক্রীড়ার সীমানায় সীমাবদ্ধ নেই, বরং তা হয়ে উঠছে কূটনৈতিক বার্তার মাধ্যম।
১১৭ বার পড়া হয়েছে