সর্বশেষ

আন্তর্জাতিক

খাওয়া-দাওয়া ছেড়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেতা-রাজনীতিক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলনের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

শনিবার সন্ধ্যায় আয়োজিত এই সমাবেশে অতিরিক্ত জনসমাগম, গরম এবং হুড়োহুড়ির কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

থালাপতি বিজয় সম্প্রতি গঠিত তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান। দলীয় সূত্র জানিয়েছে, এ ঘটনায় গভীরভাবে শোকাহত বিজয় ঘটনার পর থেকে কিছুই খাননি। তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে কারুর থেকে দ্রুত চেন্নাই ফিরে গেছেন।

দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে থালাপতি বিজয় প্রত্যেক মৃতের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ঘটনায় তামিলনাড়ু পুলিশ অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে টিভিকে দলের দুই সিনিয়র নেতার বিরুদ্ধে মামলা করেছে। দলীয় সূত্র জানিয়েছে, তারা সিবিআই বা আদালতের তত্ত্বাবধানে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। সোমবার এই বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানির পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে বিজয়ের সাক্ষাৎের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সমাবেশের ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিজয়ের বাসভবনকে ঘিরে। চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোড (ইসিআর)–সংলগ্ন নীলঙ্কারাই এলাকায় তার বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল ব্যাপক তল্লাশি চালিয়ে সম্ভাব্য কোনো বিস্ফোরক না পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ৫১ বছর বয়সী বিজয় লেখেন, "এই দুর্ঘটনায় যে বেদনা অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি সকল নিহত ও আহতদের প্রতি।"

 

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন