নির্বাচন ঘিরে আবারও স্থগিত অমর একুশে বইমেলা ২০২৬

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের পূর্বঘোষিত তারিখ আবারও স্থগিত করেছে বাংলা একাডেমি।
রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ সালের এক সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়েই অমর একুশে বইমেলা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে, বাংলা একাডেমি, প্রকাশক সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ অনুযায়ী বইমেলার পূর্বনির্ধারিত সময়সূচি স্থগিত করা হয়েছে।
এর আগে বাংলা একাডেমি ঘোষণা দিয়েছিল, ২০২৬ সালের অমর একুশে বইমেলা ব্যতিক্রমীভাবে শুরু হবে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে এবং চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। তবে নির্বাচন ঘিরে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকাশক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বইমেলার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।
১১৭ বার পড়া হয়েছে