সর্বশেষ

আইন-আদালত

সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই রিমান্ডের আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত শুনানির পর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, “শাহেদ আহমেদ মজুমদারকে কিছু বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে তাকে গ্রেফতার দেখানো হবে।”

উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন