সর্বশেষ

বিনোদন

ফের শাকিব খানের বাড়িতে দেখা মিলল অপু বিশ্বাসের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গতকাল শাকিব খান ও অপু বিশ্বাসকে আবার একসঙ্গে দেখা গেল। মূলত ছোট ছেলে অব্রাহাম খান জয়ের জন্মদিন উদযাপনের জন্য গুলশানের শাকিবের বাসায় সবাই জমায়েত হয়েছিলেন।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে শাকিব ও বুবলীকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখে অনেকেই মনে করেছিলেন, তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি মিটে গেছে এবং তারা আবার একসঙ্গে সংসার শুরু করবেন। সেসময় অনেকের ধারণা ছিল, এর পর অপু বিশ্বাসকে আর শাকিবের সঙ্গে দেখা যাবে না।

কিন্তু এবার সেই সকল ধারণাকে ভুল প্রমাণ করে শাকিবের পরিবারের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন অপু বিশ্বাসও। যদিও অপু ও শাকিব কেউই নিজেদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেননি, তবু ওই মুহূর্তের কিছু ছবি সামনে এসেছে। উপস্থিত ছিলেন শাকিবের মা, বাবা ও বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরাও।

এতে আবারও প্রশ্ন উঠেছে, অপু এবার গুলশানের বাড়িতেই অবস্থান করবেন কি না? এসব প্রশ্নের উত্তর সময়ের অপেক্ষায়।

এদিকে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাত ১২টা পেরোনোর পরেই শাকিব খান ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় জয়ের সঙ্গে বিদেশের একটি শিশুপার্কে খেলছেন শাকিব। ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি বড় হয়ে একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হও।”

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন