‘কব্জি কাটা আনোয়ার গ্রুপে’র অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ‘কব্জি কাটা আনোয়ার গ্রুপ’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান এলাকার ২ নম্বর রোডের ডি ব্লকের একটি ফাঁকা প্লটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন—মো. রিয়াজ (২৩), মো. হাবিব (১৯) ও মো. শাহিন (২৫)।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
"গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ঢাকা উদ্যানের একটি নির্জন প্লটে 'কব্জি কাটা আনোয়ার গ্রুপ'-এর সদস্যরা অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াজসহ তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ধারালো সামুরাই অস্ত্র উদ্ধার করা হয়।"
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকাজুড়ে ছিনতাই, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। দিনেদুপুরে অস্ত্রের মুখে সাধারণ মানুষের কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
গ্রেপ্তার হওয়া রিয়াজের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০৮ বার পড়া হয়েছে