ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে গণবিক্ষোভ

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে আয়োজিত এই বিক্ষোভে ইমরান সমর্থকেরা ব্যাপক সাড়া দেন।
সমাবেশে ইমরান খানের বোন আলেমা খান-সহ পিটিআইয়ের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং ইমরানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
২০১৮ সালে নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। কিন্তু শুরুর দিক থেকেই সেনাবাহিনীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান তিনি। এরপর ঘুষ ও দুর্নীতিসহ নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। বর্তমানে তিনি কারাগারে বন্দি, আর তাঁর বিরুদ্ধে রয়েছে ১৫০টিরও বেশি মামলা।
ইমরান সমর্থকদের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
১০৬ বার পড়া হয়েছে