প্রবাস
মালদ্বীপের হুলহুমালে শহরে এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় ২৫ বছর বয়সী জাহাঙ্গীর মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি তরুণ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালদ্বীপের হুলহুমালে শহরে এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় ২৫ বছর বয়সী জাহাঙ্গীর মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় গণমাধ্যম সান এমভি-র বরাতে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১টার দিকে হুলহুমালের প্রথম ফেজ এলাকায় ঘটনাটি ঘটে। আহত ২১ বছর বয়সী নেপালি নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর মিয়াকে শনাক্ত করে। পরে সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মালদ্বীপ পুলিশ সার্ভিস জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটন ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর