সর্বশেষ

জাতীয়

দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান উপদেষ্টার 

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই বিপ্লবের পর দেশ যে পরিবর্তনের মুখোমুখি হয়েছে, তা এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণের জন্য তাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে তার সঙ্গে ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের পুনর্গঠনের কাজ চলছে। এ সময় তিনি এক বছর আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের গঠনের অভিজ্ঞতা স্মরণ করেন।

প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় তাদের প্রশংসা করেন তিনি। সেইসাথে, বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে সরকারের নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন।

এনআরডির এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের উপস্থিতি ছিল, যারা প্রধান উপদেষ্টার পাশে ছিলেন। এছাড়া, বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন