ঝিনাইদহে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘টেকসই উন্নয়নে পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবিরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ঝিনাইদহ শুধু কৃষি ও শিল্পের জন্য নয়, সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনার জন্যও গুরুত্বপূর্ণ। জেলার দর্শনীয় স্থানগুলো সংরক্ষণ ও আধুনিকভাবে উপস্থাপন করতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে।
তারা আরও বলেন, টেকসই পর্যটন শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, কর্মসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও বড় ভূমিকা রাখতে পারে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণ ও তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে।
১৩২ বার পড়া হয়েছে