উত্তরাঞ্চলের তিন জেলায় ফের দূরপাল্লার বাস বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের উত্তরাঞ্চলের তিন জেলা থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
এবার শ্রমিকদের পর বাস মালিকরাই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে একতা ট্রান্সপোর্ট এবং কিছু লোকাল বাস চলাচল করছে, বাকিরা রাস্তায় নামেনি।
গত কয়েক সপ্তাহে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে একাধিকবার বাস চলাচল বন্ধ হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে সৃষ্ট বিরোধে মালিক পক্ষ নিজেরাই বাস বন্ধের ঘোষণা দেয়।
বজলুর রহমান রতন বলেন, "মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী বাস চলাচল শুরু হয়।"
তবে বৈঠকের পরও শ্রমিকরা নতুন দাবির কথা তুলছেন বলে অভিযোগ করেন তিনি। যেমন—দূরপাল্লার বাস যেখানে সেখানে থামিয়ে যাত্রী তোলার চেষ্টা এবং খোরাকি ভাতা দাবি। এতে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় মালিকরা আবারও বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
এর আগেও, ৭ সেপ্টেম্বর তিন জেলার শ্রমিকরা বাস চলাচল বন্ধ করেন। মালিকদের আশ্বাসে দুই দিন পর তারা কাজে ফিরলেও দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর (সোমবার) আবারও কর্মবিরতিতে যান। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া সব বাস চলাচল বন্ধ ছিল।
বারবার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীদের অনেকেই টার্মিনালে এসে গন্তব্যে যেতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি।
১১৩ বার পড়া হয়েছে