সর্বশেষ

খেলা

স্বপ্নভঙ্গের বেদনায় বিদায় বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মাত্র ১৩৬ রানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথটা একসময় বেশ আশাব্যঞ্জক ছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্ন যেন নিজের হাতে ভেঙে দিল বাংলাদেশ।

দুবাইয়ে সুপার ফোরের ‘অঘোষিত সেমিফাইনালে’ পাকিস্তানের বিপক্ষে ১১ রানে হেরে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল টাইগাররা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই পাকিস্তানকে চাপে ফেলে দেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানরা। ইনিংসের চতুর্থ বলেই ফেরান সাঈম আইয়ুবকে। দ্রুতই ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

তবে শেষদিকে মোহাম্মদ হারিস (২৩ বলে ৩১) ও মোহাম্মদ নওয়াজ (১৫ বলে ২৫) দলের হাল ধরে ১৩৫ রানে পৌঁছে দেন ইনিংস। বাংলাদেশের হয়ে তাসকিন ছিলেন দুর্দান্ত—৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। রিশাদ ও মুস্তাফিজ পেয়েছেন ২টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় নেমেও যেন এক অজানা চাপে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওপেনার পারভেজ ইমন শূন্য রানে ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। হৃদয়, নুরুল, মেহেদি ও জাকের আলি ফিরেন একে একে। ভারতের বিপক্ষে ফিফটি হাঁকানো সাইফ হাসানও থেমে যান মাত্র ১৮ রানে।

একটু আশার আলো দেখান শামীম হোসেন। ২৫ বলে ৩০ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার বিদায়ের পরই কার্যত নিভে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থেমে যায় ইনিংস।

পাকিস্তানের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ—দুজনেই নেন ৩টি করে উইকেট। সাইম আয়ুব পান ২ উইকেট।

এই জয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের হতাশা পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। আর হতাশা সঙ্গী করে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন