নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ভারতবিরোধী বক্তব্য প্রধান উপদেষ্টার

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে সরাসরি সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি দাবি করেছেন, গত বছরের গণবিপ্লবকে ভারত যথেষ্ট গুরুত্ব দেয়নি, যার ফলে দুই দেশের সম্পর্ক মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। একইসঙ্গে, আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে সার্ক (SAARC) জোট পুনর্জীবিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর-র সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সার্জিও গোর নতুনভাবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।
ড. ইউনূস বলেন, “বিগত বছর ছাত্ররা যে আন্দোলন জানিয়েছে, সেটা ভারতের পছন্দ হয়নি। ভারতে গুজবভিত্তিক সংবাদ প্রচারণা করেছে যা যোগাযোগ ও সম্পর্ককে আরও জটিল করেছে। তারা বলেছে গত বছর গণবিপ্লব একটি ইসলামি আন্দোলন ছিল।” তিনি আরও অভিযোগ করেন, ভারতের মিডিয়াগুলো ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করেছে।
এ ছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ বিষয়টিও উত্থাপন করা হয়। তিনি বলেন, “ভারত এমন ব্যক্তি আশ্রয় দিয়েছে যিনি দেশে সমস্যা সৃষ্টি করছেন। এ ধরনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে।”
সার্ক সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সার্ক কার্যকর হচ্ছে না কারণ রাজনৈতিক রীতি ও জাতীয় স্বার্থ জোটের সঙ্গে মানিয়ে চলছে না।” তদুপরি, তিনি এশিয়ার একটি শক্তিশালী জোট আসিয়ানে (ASEAN) যোগ দেওয়ার সম্ভাবনা বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
২০১৪ সালে শেষবার অনুষ্ঠিত সার্ক সম্মেলনের পর ভারতের কারণে পরবর্তীতে সম্মেলন অনুষ্ঠিত হয়নি। বিশেষ করে উরিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে অনুষ্ঠিত পরিকল্পিত সম্মেলন বর্জন করে ভারত। এই আর্থ-রাজনৈতিক কারণগুলো সার্ককে প্রায় নিষ্ক্রিয় করে তুলেছে।
যদিও ভারত এখনও সার্কের সদস্য, তবে পশ্চিমবঙ্গসহ অন্যান্য এশিয় দেশগুলোর সঙ্গে তার বাইমস্টেক (BIMSTEC) মত জোটকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
২৩৬ বার পড়া হয়েছে