ঝিনাইদহে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে জেলার সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের কৃষ্ণনগর পাড়ায় ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মানবাধিকার নেটওয়ার্কের সহসভাপতি এন এম শাহজালালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. টিপু সুলতান, কনসালটেন্ট সৈয়দ রোকন উদ্দীন, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বিসিকের উপ-মহাব্যবস্থাপক সেলিনা রহমান, পরিবার পরিকল্পনার উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক এবং উই’র নির্বাহী পরিচালক শরিফা খাতুন।
সভায় গত তিন মাসের জেলার অপরাধসংক্রান্ত পরিসংখ্যান উপস্থাপন করা হয়। এরপর জেলার ছয়টি উপজেলার প্রতিনিধিরা নিজ নিজ এলাকার মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত তথ্য তুলে ধরেন। মুক্ত আলোচনায় অতিথিরা মানবাধিকার সুরক্ষায় সরকারি-বেসরকারি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সচেতন করতে মাঠপর্যায়ে কাজ জোরদার করার সুপারিশও করা হয়।
১৪৫ বার পড়া হয়েছে