সর্বশেষ

বিনোদন

জাতীয় পুরস্কার রানির হাতে, বললেন‘এই জয় সব মায়ের’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় এক মায়ের সংগ্রামী চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত হয়েছেন বলিউড তারকা রানি মুখার্জি।

অভিনয়ে ৩০ বছর পূর্ণ করে অবশেষে তিনি পেলেন তার বহু প্রতীক্ষিত স্বীকৃতি।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে এক জমকালো আয়োজনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন রানি। এ সময় আবেগে ভাসলেন এই গুণী অভিনেত্রী। মঞ্চেই পুরস্কারটি তিনি উৎসর্গ করেন তার প্রয়াত পিতা রাম মুখার্জিকে।

রানি বলেন,

“এই সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমি উৎসর্গ করছি পৃথিবীর প্রতিটি মায়ের প্রতি। একজন মা হিসেবে, এ সিনেমা আমার হৃদয়ের খুব কাছের। এটি দেখিয়েছে—একজন মা তার সন্তানের ভালোর জন্য কতটা সাহস ও আত্মত্যাগ দেখাতে পারেন।”
অভিনেত্রী আরও বলেন,

“তিন দশকের অভিনয়জীবনে অনেক স্বীকৃতি পেলেও, জাতীয় পুরস্কার পাওয়া আমার জন্য এক অনন্য অর্জন। আমার বাবা সবসময় এই মুহূর্তটির জন্য অপেক্ষা করতেন। আজ তিনি শারীরিকভাবে না থাকলেও, আমি অনুভব করি তিনি আমার খুব কাছেই আছেন।”
পুরস্কারপ্রাপ্ত এ সিনেমাটি একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত, যেখানে এক ভারতীয় মা তার সন্তানদের হেফাজতের জন্য নরওয়েজিয়ান শিশু সুরক্ষা আইনের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই করেন।

রানি মুখার্জি তার বক্তব্যে আরও জানান, এই সিনেমা তৈরির পেছনে তার মায়ের সাহস ও সমর্থন ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন