সর্বশেষ

সারাদেশ

রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৩০)।

তিনি উপজেলার খিলমোগল তালুকদারপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় নির্মাণশ্রমিক ও অটোরিকশা চালক ছিলেন।

মঙ্গলবার (গতকাল) রাত ১০টার দিকে খিলমোগল তালুকদারপাড়া মসজিদের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, খোরশেদের গলা কাটা অবস্থায় মরদেহ পড়ে ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তাঁর মরদেহের পাশে বিস্কুট ও মুড়ির প্যাকেটও পাওয়া গেছে।

নিহতের স্ত্রী ইমু আক্তার জানান, খোরশেদ রাত ৮টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর রাত ৯টার দিকে জানালা দিয়ে দুজনকে দৌড়ে পালাতে দেখেন। রাত ১০টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে স্বামীর মৃত্যুর খবর পান তিনি।

স্থানীয় ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, খোরশেদ আলম প্রায় তিন বছর আগে বিয়ে করেন। তাঁদের কোনো সন্তান নেই। জীবিকার তাগিদে তিনি কখনো অটোরিকশা চালাতেন, কখনো নির্মাণকাজ করতেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা দায়ের হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন