সর্বশেষ

আন্তর্জাতিক

ইউরোপে গরমে মৃত্যু ৬০ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত বছরের গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্পেনের গবেষকরা।

সম্প্রতি নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে।

বার্সেলোনাভিত্তিক ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ পরিচালিত গবেষণায় ইউরোপের ৩২টি দেশের ৫৩ কোটির বেশি মানুষের মধ্যে মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালের গ্রীষ্মে ৬২ হাজার ৭৭৫ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। এটি ২০২৩ সালের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি, যদিও ২০২২ সালের তুলনায় কিছুটা কম।

গবেষণায় বলা হয়, বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ, যা মহাদেশটির জন্য এক নতুন জলবায়ু সংকটের ইঙ্গিত। গবেষকেরা আরও মনে করছেন, জরুরি সতর্কতা ব্যবস্থা চালু করে প্রবীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সময়মতো সুরক্ষিত করা গেলে এ ধরনের প্রাণহানি কমানো সম্ভব।

দেশভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের গ্রীষ্মে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে, প্রায় ১৯ হাজার। এরপর রয়েছে স্পেন ও জার্মানি—উভয় দেশেই গরমে মৃত্যু ছয় হাজারের বেশি।
অন্যদিকে, জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গ্রিসে—প্রতি ১০ লাখে ৫৭৪ জন। এরপর রয়েছে বুলগেরিয়া ও সার্বিয়া।

এই গবেষণা ইউরোপের ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন