সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানে মৃত্যুদণ্ডে রেকর্ড: ২০২৫ সালে এক হাজারের বেশি কার্যকর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

মানবাধিকার সংগঠনগুলো এটিকে গত তিন দশকের মধ্যে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ সময় হিসেবে চিহ্নিত করছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ২০২৫ সালে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১,০০০ জন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুধুমাত্র গত এক সপ্তাহেই ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে—অর্থাৎ প্রতিদিন গড়ে ৯ জনেরও বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে।

আইএইচআর-এর তথ্যমতে, ২০২৪ সালে ইরানে ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা ইতোমধ্যেই চলতি বছর ছাড়িয়ে গেছে। এখনো বছরের তিন মাস বাকি থাকলেও মৃত্যুদণ্ডের এই হার আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মনে করছেন মানবাধিকারকর্মীরা।

সংগঠনটি ২০০৮ সাল থেকে ইরানে মৃত্যুদণ্ডের তথ্য সংগ্রহ করছে। তারা বলছে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এবং পরে ইরান-ইরাক যুদ্ধ–পরবর্তী সময়ে ১৯৮০ ও ১৯৯০-এর দশকের শুরুতে মৃত্যুদণ্ডের হার কিছুটা বেড়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ের মতো নয়।

বিশ্লেষকদের মতে, বিশেষ করে গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের উত্তেজনার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার চাপে রয়েছে। সরকারবিরোধী আন্দোলন দমাতে মৃত্যুদণ্ডকে একটি ‘ভয় দেখানোর হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

আইএইচআর এবং অন্যান্য মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইরানে এই বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের ঘটনায় কঠোর অবস্থান নেওয়ার।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন