শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুর, আটক মানসিক প্রতিবন্ধী

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মনজের বিশ্বাস নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধকে আটক করেছে। ফুটেজে দেখা যায়, তিনি মন্দিরে প্রবেশ করে একে একে প্রতিমাগুলোর মাথা ভেঙে ফেলছেন এবং কিছু অংশ পানিতে ডুবাচ্ছেন।
মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস জানান, “রাত ৪টা পর্যন্ত পাহারার লোকজন ছিলো। এরপরই মনজের বিশ্বাস মন্দিরে প্রবেশ করে ছয়টি প্রতিমার মাথা ভেঙে ফেলে।”
কমিটির সাধারণ সম্পাদক তাপশ বিশ্বাস বলেন, “মনজের বিশ্বাস কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে নিয়মিত মন্দিরে আসে এবং খাবারও গ্রহণ করে। তবে এটা তার মানসিক সমস্যা, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে—তা খতিয়ে দেখা জরুরি।”
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
১৭১ বার পড়া হয়েছে