সরকারি হাসপাতালে ৫১৮ জরুরি চিকিৎসা যন্ত্র দীর্ঘদিন বিকল

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে প্রায় ৭০০ সরকারি হাসপাতালে ২৪৬টিতে ৫১৮টি জরুরি চিকিৎসা যন্ত্র দীর্ঘদিন ধরে অচল রয়েছে।
এমআরআই, সিটিস্ক্যান, রেডিওথেরাপি, ডায়ালাইসিস মেশিনসহ গুরুত্বপূর্ণ যন্ত্র বিকল থাকায় রোগীরা সেবা নিতে কঠোর দুর্ভোগে পড়ছেন।
ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমুউ) জানায়, সারাদেশে সরকারি হাসপাতালে মোট ৫২৯৮টি চিকিৎসা যন্ত্রের মধ্যে ৫১৮টি বিকল। মেরামত চক্র শুরু হলেও ভারী যন্ত্রের ক্ষেত্রে সময় লাগে তিন থেকে ছয় মাস।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরে ডিজিটাল তদারকি ব্যবস্থা চালু হবে, যা যন্ত্র ২৪ ঘণ্টা বন্ধ থাকলেই দ্রুত মেরামত নিশ্চিত করবে। তবে যন্ত্র সঠিকভাবে ব্যবহার না করা, প্রশিক্ষিত কর্মী ও খুচরা যন্ত্রাংশের অভাব কারণে যন্ত্র দ্রুত নষ্ট হচ্ছে।
রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে রেডিওথেরাপি যন্ত্র বিকল থাকায় রোগীদের অনেককে কয়েক মাস পর থেরাপির জন্য আসতে বলা হচ্ছে। ঢাকাসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো বড় হাসপাতালে একাধিক জরুরি যন্ত্র দীর্ঘদিন নষ্ট।
অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অবহেলা ও অদক্ষতার কারণে কোটি কোটি টাকার যন্ত্র অচল পড়ে থাকায় সাধারণ রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
১০৪ বার পড়া হয়েছে