ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজ হওয়ার তিন দিন পর এক কিশোরের মরদেহ নিজ বাড়ির সামনের একটি পরিত্যক্ত ছাপড়ার ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
নিহত কিশোরের নাম পিয়াস শেখ (১৭)। তিনি ভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাড়িয়ার মাঠ এলাকার বাসিন্দা ফেরদৌস শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াস গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। অবশেষে রবিবার দিবাগত রাত ১২টার দিকে পিয়াসের বাড়ির সামনের একটি পরিত্যক্ত ছাপড়ার ভেতরে তার মরদেহ পাওয়া যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “রবিবার রাত ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার দাড়িয়ার মাঠ এলাকা থেকে ১৭ বছর বয়সী পিয়াস শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।”
১১৯ বার পড়া হয়েছে