ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আরও ৬ দেশ স্বীকৃতি দিচ্ছে আজ

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে আয়োজিত এক সম্মেলনের মাধ্যমে আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আরও ছয়টি দেশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য এ সম্মেলনের নেতৃত্বে থাকবে ফ্রান্স ও সৌদি আরব।
সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যৌথভাবে সভাপতিত্ব করবেন। এতে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ছাড়াও নিউজিল্যান্ড ও লিশটেনস্টাইনের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইউরোপসহ পশ্চিমা বিশ্বের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ধারনাকে পুনর্জীবিত করার কূটনৈতিক চেষ্টা চলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এর আগে, গতকাল (রোববার) যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এসব দেশ ইসরায়েলের গাজায় সামরিক হামলা, বেসামরিক প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেয় বলে আন্তর্জাতিক মহলের বিশ্লেষণ।
উল্লেখ্য, গত জুলাইয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সামনে ‘গাজা পরিকল্পনা’ বা ‘নিউ ইয়র্ক ঘোষণাপত্র’ উত্থাপন করা হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে। ১২ সেপ্টেম্বর এটি ব্যাপক ভোটে পাস হয়। এতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে একটি ‘ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর রূপরেখা উপস্থাপন করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই ঘোষণার বিরোধিতা করে এবং জুলাইয়ের সম্মেলনও বয়কট করেছিল। তারা একতরফা স্বীকৃতির পরিবর্তে সরাসরি আলোচনা ও সমঝোতার ওপর জোর দিয়ে আসছে।
জাতিসংঘের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, আজকের এই সম্মেলনের মাধ্যমে ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বে "দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানের" পথে নতুন গতি সঞ্চার হতে পারে।
১৪৫ বার পড়া হয়েছে