রাকসু নির্বাচন পূজার পরে চায় ছাত্রদল

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচন দুর্গাপূজার পরে আয়োজনের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও রাকসু নির্বাচনে তাদের মনোনীত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।
আবীর বলেন, "আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। কয়েকদিন আগেও আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশ, প্রার্থীদের প্রচারণা এবং ভোটারদের সরব উপস্থিতি। কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। ক্যাম্পাস প্রায় ফাঁকা, অধিকাংশ শিক্ষার্থী দুর্গাপূজার ছুটিতে বাড়ি চলে গেছে। এমন পরিস্থিতিতে নির্বাচন হলে ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে পারে।"
তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনের প্রতি আমাদের অনুরোধ—শিক্ষার্থীদের মতামত এবং উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটগ্রহণের তারিখ দুর্গাপূজার পরে নির্ধারণ করা হোক।"
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।
১১৮ বার পড়া হয়েছে