সর্বশেষ

সারাদেশ

সীতাকুণ্ডে চলন্ত বাসে ডাকাতির চেষ্টা, আটক দুই

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আল আরাফাত পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির চেষ্টা চলাকালে দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার জগন্নাথদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসটি যখন জগন্নাথদিঘী এলাকায় পৌঁছায়, তখন দুই যাত্রী নামার অজুহাতে বাস থামানো হয়। সেই সুযোগে ৭–৮ জনের একটি ডাকাতদল বাসে উঠে পড়ে এবং যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। তবে চালক দ্রুতগতিতে বাস চালাতে শুরু করলে ডাকাত দলের সদস্যরা বাস থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় বাসের যাত্রীরা সাহসিকতার সঙ্গে দুই ডাকাতকে ধরে ফেলেন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে খবর পেয়ে সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানা পুলিশ সড়কে চেকপোস্ট বসিয়ে বাসটিকে থামায় এবং ৪২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।

আটক দুই যুবক হলেন—মো. মনির ও ওমর ফারুক হৃদয়। আহত কয়েকজন যাত্রীকে তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে আটক দুই ডাকাতকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রাব্বানী বলেন, “৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিই। সড়কে তল্লাশি চৌকি বসিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হই।”

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন