বিভিন্ন দাবিতে সচিবালয়ে ফের কর্মচারী বিক্ষোভ

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিভিন্ন দাবিতে সচিবালয়ে আবারও বিক্ষোভের কর্মসূচি পালন করেছে সচিবালয়কেন্দ্রিক সংযুক্ত কর্মচারী পরিষদ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তারা সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশ গমন ও অবসরপ্রাপ্তদের চিকিৎসাভাতা নিয়ে সাত দফা দাবিতে বিক্ষোভ করেছিল।
বিক্ষোভকারীদের প্রধান দাবি হলো দ্রুত পে-স্কেল বাস্তবায়ন, সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিন করা, সঞ্জীবনীর ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ, পরিবারের ছয় সদস্যের জন্য রেশন চালু করা ইত্যাদি।
রোববার সকালে বিক্ষোভকারীরা মিছিলের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে উপস্থিত হন এবং সেখানে প্রতিবাদ করেন। পরে তারা জনপ্রশাসন বিভাগের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হন। বিক্ষোভের শুরুটা হয় বাদামতলা থেকে।
বক্তব্যে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ অন্যান্য নেতারা অংশ নেন।
১১৫ বার পড়া হয়েছে