দুর্গাপূজাকে ঘিরে ২৯ জেলা ঝুঁকিপূর্ণ, ৫ জেলা ‘উচ্চ ঝুঁকিতে’: সম্প্রীতি যাত্রা

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের ২৯টি জেলাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নবগঠিত নাগরিক প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’।
এর মধ্যে পাঁচটি জেলাকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
প্ল্যাটফর্মটি জানিয়েছে, বিগত এক দশকে দেশের বিভিন্ন পূজামণ্ডপ, শোভাযাত্রা, ও সংখ্যালঘু সম্প্রদায়ের বসতিতে ঘটে যাওয়া সহিংস ঘটনার পর্যালোচনার ভিত্তিতে এই ‘ঝুঁকি মানচিত্র’ তৈরি করা হয়েছে। বিশ্লেষণের মাধ্যমে দুর্গাপূজার সময় সহিংসতা বা উত্তেজনার আশঙ্কা রয়েছে এমন অঞ্চলগুলো চিহ্নিত করা হয়।
লেখক ও গবেষক মীর হুযাইফা আল-মামদূহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “আমরা পূজা উপলক্ষে নিরাপত্তার চ্যালেঞ্জগুলো মূল্যায়ন করে ২৯টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এর মধ্যে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ জেলায় অন্তর্ভুক্ত।”
তিনি আরও বলেন, “সম্প্রীতি যাত্রা মূলত একটি নাগরিক উদ্যোগ, যা দেশের মসজিদ, মন্দির, মাজার, আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কাজ করবে।”
সংবাদ সম্মেলনে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
১২২ বার পড়া হয়েছে