সর্বশেষ

সারাদেশ

কুমার নদে স্পিডবোটে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে স্পিডবোটে করে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেওয়া একদল কিশোর-তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি বিশ্বকর্মা পূজার দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঘটে বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত স্পিডবোটে ৮ জন কিশোর-তরুণ দেশীয় অস্ত্র—যেমন রামদা ও চাইনিজ কুড়াল—উঁচিয়ে ধরে প্রকাশ্যে মহড়া দিচ্ছে। দুপুরে ধারণ করা এই ভিডিওটি বিকেল গড়াতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়।

ভিডিও ভাইরালের কয়েক ঘণ্টার মধ্যে—বুধবার রাত ১০টার দিকে—পুলিশ কুমার নদে অভিযান চালায়। পুলিশের অভিযানের ৩৩ সেকেন্ডের আরেকটি ভিডিও-ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসে, যাতে দেখা যায়, পুলিশ একটি ট্রলারে পৌঁছানোর পর উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল এবং উপস্থিত তরুণরা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন অন্তত ২০টি স্পিডবোট এবং প্রায় ৫০টি ট্রলারে করে কিশোর-তরুণদের একটি দল প্রায় ৪ কিলোমিটার জুড়ে কুমার নদে মহড়া দিয়েছে। এসব বোট ও ট্রলারে ব্যাপক শব্দে গান বাজানোর পাশাপাশি ছিল উচ্চমাত্রার উচ্ছৃঙ্খল আচরণ।

ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেন, “আমাদের পক্ষ থেকে পূজার আনুষ্ঠানিক আয়োজন বন্ধ থাকলেও প্রতিবছরই স্থানীয় কিশোর-তরুণদের এই ধরনের জমায়েত দেখা যায়। তবে এবারের মতো অস্ত্র নিয়ে স্পিডবোটে মহড়ার বিষয়টি আগে কখনও শুনিনি।”

ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীও এ ধরনের অস্ত্র প্রদর্শনের বিষয়ে অবগত নন বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “বিষয়টি জানার পরপরই আমরা অভিযান পরিচালনা করি। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।”

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন