কান্না দেখে মন গলে যায় ছিনতাইকারীর, ফেরত দেয় সব

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানে ঘটেছে এক বিরল ও ব্যতিক্রমী ঘটনা, যা রীতিমতো নাড়া দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছিনতাইয়ের মতো ভয়ংকর ঘটনার মধ্যেও দেখা গেছে মানবতার স্পর্শ। ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে এমনই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাইকে করে দুই ছিনতাইকারী এসে তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার হয়ে যুবকটি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়ে যে কান্নায় ভেঙে পড়ে।
তবে এরপর ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা— যুবকের কান্না দেখে ছিনতাইকারীদের একজনের মন গলে যায়। ছিনতাই করা জিনিসগুলো— মোবাইল ও অর্থ— তিনি ফিরিয়ে দেন ভুক্তভোগী যুবককে। শুধু তাই নয়, তাকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিতে দেখা যায় ছিনতাইকারীদের একজনকে।
ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। অনেকেই একে বলছেন "মানবতার এক বিরল দৃষ্টান্ত"। কেউ মন্তব্য করেছেন, “অপরাধী হলেও তার মন আছে, অনুভূতি আছে।” অন্যদিকে, কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এটি আসলেই বাস্তব ঘটনা, নাকি পূর্বপরিকল্পিত কোনো নাটকীয়তা?
ঘটনার সুনির্দিষ্ট স্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি পাকিস্তানের কোনো শহরে ঘটেছে। ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তবে সত্যি হোক বা নাটক— এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে ভাবিয়ে তুলেছে। নেটিজেনদের মতে, এটি প্রমাণ করে দেয়, অপরাধের মধ্যেও কখনো কখনো জেগে ওঠে মানবতার আলো।
১৩২ বার পড়া হয়েছে