লিবিয়া উপকূলে নৌকায় আগুন, ৫০ সুদানি শরণার্থীর মর্মান্তিক মৃত্যু

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থীবাহী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে মাত্র ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। আইওএম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছে, “সমুদ্রপথে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
ভূমধ্যসাগর দীর্ঘদিন ধরেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পাড়ি দিতে চাওয়া শরণার্থীদের জন্য একটি প্রাণঘাতী রুট হিসেবে পরিচিত। আইওএম-এর তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই এই সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন ২ হাজার ৪৫২ জন অভিবাসী।
এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত মাসে ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারান কমপক্ষে ৬৮ জন অভিবাসী। গত জুন ও আগস্টে লিবিয়া উপকূলে এবং ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে আরও কয়েকটি দুর্ঘটনায় অনেকের মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
১০৭ বার পড়া হয়েছে