জাতীয়
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি মন্দিরে উপস্থিত হন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন শেষে তিনি এক শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গোৎসব উদযাপন উপলক্ষে শুভকামনা জানান এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তারা তাকে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর