সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক : চিকিৎসক
বিজয় দিবসে আকাশে লাল-সবুজের গৌরব, ৫৪ প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড
রাজধানীতে বিজয় র‍্যালি, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙা বাড়ির সামনে কর্মসূচি পালন
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৫৫তম মহান বিজয় দিবস আজ
বিজয় দিবসে বিভাজন ও হিংসা পরিহারের অঙ্গীকারের আহ্বান তারেক রহমানের
সারাদেশবিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে মানুষের ঢল, শ্রদ্ধায় মুখর
সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পন
আন্তর্জাতিকবিজয় দিবসে মোদির পোস্টে অনুপস্থিত বাংলাদেশের নাম
১৯৭১-এর বিজয় দিবস স্মরণে বিবৃতি দিল ভারতের সেনাবাহিনী
মরক্কোর সাফিতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
খেলাআইপিএল নিলামে ইতিহাস গড়লেন ক্যামেরন গ্রিন, সর্বোচ্চ দামি বিদেশি খেলোড়ায়
সারাদেশ

আদালত থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

নড়াইল প্রতিনিধি
নড়াইল প্রতিনিধি

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিক্কন আঢ্য (৩৫) নামে এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুই বাসযাত্রী।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্য, যশোর সদরের বসুন্দিয়া এলাকার বাসিন্দা আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকের বাঁশ বাসের সামনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে বাসের সামনের সারিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

ঘটনাস্থলেই নিহত হন আক্তার হোসেন। গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও এসআই নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে আবু জাফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এসআই নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা পুলিশ জানায়, নিহত নিক্কন আঢ্য ৩৭তম ব্যাচের আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র‍্যাব-এ কর্মরত ছিলেন। রোববার তিনি মুন্সিগঞ্জে একটি মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরিবারের সম্মতিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা পুলিশ লাইন্সে নিহত পুলিশ কর্মকর্তার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামে। সেখানে দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন