সর্বশেষ

শিক্ষা

চাকসু নির্বাচনের প্রথম দিনে ২৬টি মনোনয়নপত্র বিক্রি

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য প্রথম দিনে ২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

তবে হল সংসদের জন্য বিক্রি হয়েছে মাত্র ২টি মনোনয়ন ফরম।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চাকসু ভবনে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম চলে। আগামী মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, আর জমা দেওয়ার শেষ দিন বুধবার।

নির্বাচন কমিশনের তথ্যমতে,

ভিপি (সহসভাপতি) পদের জন্য ফরম সংগ্রহ করেছেন ৭ জন,
জিএস (সাধারণ সম্পাদক) পদের জন্য ২ জন,
এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদের জন্যও ২ জন মনোনয়ন নিয়েছেন।
কেন্দ্রীয় সংসদের মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের ফরম ২০০ টাকা।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন,
“আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। খুব কম শিক্ষার্থী আসবে বলে ধারণা করেছিলাম, কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। ২৬টি ফরম বিক্রি হয়েছে। হল পর্যায়ে ছেলেদের হলে ১টি ও মেয়েদের হলে ১টি ফরম বিক্রি হয়েছে। আশা করছি পরবর্তী দিনে অংশগ্রহণ আরও বাড়বে।”

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী বলেন,
“আজকে বৃষ্টি ছিল, তাই উপস্থিতি কিছুটা কম। তবে আগ্রহ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। মনোনয়নপত্রের সঙ্গে নির্দেশনাপত্র দেওয়া হচ্ছে। এছাড়া, প্রার্থীদের চবি মেডিকেলে ডোপ টেস্ট করাতে হবে। টেস্টের ফল গোপন রাখা হবে, তবে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল করা হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগও থাকবে।”

এদিকে, ‘দ্রোহ পর্ষদ’ নামে একটি জোট প্যানেল প্রথম হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এতে অংশ নিচ্ছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

ভিপি পদে মনোনয়ন নিয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজুলক্ষ্মী অবরোধ,
জিএস পদে মনোনয়ন নিয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়াজউদ্দিন ইমু।
নির্বাচনের সময়সূচি অনুযায়ী:

২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ,
২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
এছাড়া, চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে রোববার সকাল ৯টা ৩০ মিনিটে। ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২৭,৬৩৪ জন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন