জামায়াতপন্থি কোম্পানির ব্যালট ব্যবহার নিয়ে ছাত্রদলের অভিযোগ

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত একটি অখ্যাত কোম্পানির ব্যালট পেপার ব্যবহার করে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ওই কোম্পানির ওএমআর মেশিন ও ব্যালট পেপার সরবরাহ করেছে।
তিনি বলেন, “ছাত্রশিবিরকে বিজয়ী করতে নীলনকশার অংশ হিসেবে অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে এবং একই কোম্পানির ব্যালট ব্যবহার করে ভোট কারচুপির পরিকল্পনা চলছে।” এছাড়া, ক্যাম্পাসে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
একইদিন ভোট গ্রহণ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি জানান, একাধিক হলে শিবিরের প্রচারপত্র বিতরণ ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপস্থিতি আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এদিকে, নির্বাচন কমিশন এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ২১টি কেন্দ্রে, যেখানে নিয়োজিত রয়েছে ১৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। নির্বাচন শেষে ভোট গণনা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে।
১০৫ বার পড়া হয়েছে