আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ায় ১৪ প্রাণহানি, নিখোঁজ বহু

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়ার দুটি প্রদেশ। এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে জোর তৎপরতা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ বালি এবং ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানায়, দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিখোঁজদের সন্ধানে তৎপরতা জোরদার এবং বাস্তুচ্যুতদের সহায়তা পৌঁছানোর নির্দেশনা দিয়েছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB) এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান পরিচালনা ও ধ্বংসস্তূপ সরাতে বিভিন্ন সংস্থা থেকে ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এখনও অনিশ্চিত। নিখোঁজদের জীবিত উদ্ধারে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ।
১১০ বার পড়া হয়েছে